অতিরিক্ত ব্যাটারি খরচ করা অ্যাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গুগলের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৫

অনেক সময় বোঝা কঠিন হয়ে যায়, ফোনের ব্যাটারি সক্ষমতা আসলেই কমে এসেছে না কি কোনো অ্যাপ অযথা বেশি চার্জ খরচ করছে। এ সমস্যা সমাধানে অতিরিক্ত ব্যাটারি খরচের কারণ হওয়া বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে গুগল।


সম্প্রতি ‘অ্যান্ড্রয়েড ডেভেলপার ব্লগে’ এক পোস্টে গুগল বলেছে, ব্যবহারকারীদের এই সমস্যার সঠিক কারণ জানতে সাহায্য করবে মার্কিন সার্চ জায়ান্টটি।


গুগল নতুন এক মেট্রিক চালুর ঘোষণা দিয়েছে, যা অ্যাপ ডেভেলপারদের ব্যাটারি ব্যবহারের ওপর নজর রাখতে সাহায্য করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।


এর আওতায় কোনো ডেভেলপার যদি ধারাবাহিকভাবে গুগলের ব্যাটারি ব্যবহারের নির্দেশিকা লঙ্ঘন করে তবে প্লে স্টোরে ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠাবে কোম্পানিটি।


এ নতুন মেট্রিকটি বিশেষভাবে নজর রাখবে ‘ওয়েক লক’-এর ওপর। ব্যাটারি যখন বেশি খরচ করা কোনো অ্যাপ ফোনকে স্লিপ মোডে যেতে দেয় না ও স্ক্রিন বন্ধ থাকলেও ব্যাকগ্রাউন্ডে কাজ চালাতে চায় তখন ‘ওয়েক লক’ ঘটে।


গুগল বলছে, ‘ব্যাটারি খরচের একটি প্রধান কারণ ওয়েক লক’। এজন্য কোম্পানিটি এমন এক সীমা নির্ধারণ করেছে, যা ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপের গ্রহণযোগ্যতা ঠিক করে দেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও