ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে দেওয়া আগুনে চালক জুলহাস মিয়া নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে ফুলবাড়িয়ার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ বাজার এলাকা থেকে আনোয়ার হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয় বলে ফুলবাড়িয়া থানার ওসি মো. রুজনুজ্জামান জানান।
এর আগে মঙ্গলবার রাতে নিহত বাস চালক জুলহাসের ছোট বোন ময়না আক্তার ফুলবাড়িয়া থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তার ৩৬ বছর বয়সী আনোয়ার হোসেন ফুলবাড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ওই এলাকার আব্দুর রশিদের ছেলে।
এর আগে মঙ্গলবার ভোরে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের পর দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া মারা যান।
নিহত ৪০ বছর বয়সী এ বাস চালক উপজেলার কৈয়ারচালা গ্রামের মো. সাজু মিয়ার ছেলে।