ফুটবলারদের নিয়ে কটু মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। তার বিরুদ্ধে সোচ্চার দেশের ফুটবল অঙ্গন।
আজ (বুধবার) সকালে ঢাকা জাতীয় স্টেডিয়ামের চত্ত্বরে সাবেক ফুটবলারসহ ফুটবল অঙ্গনের মানুষেরা মৌন প্রতিবাদ মিছিল করেছেন। মিছিলের পর জানানো হয়েছে, আসিফ আকবরকে তিনদিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করতে হবে। সেটা না হলে তিনদিন পর নতুন করে কর্মসূচি দেবেন তারা।