টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান সিরিজ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১১:৩৬
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সারতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। ১৯ জানুয়ারি থেকে শারজায় তিনটি ম্যাচ খেলবে দুই দল।
ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় আইসিসি ইভেন্ট শুরুর আগে এই সিরিজকে আদর্শ প্রস্তুতি হিসেবে দেখছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকোম্বে, ‘আমাদের প্রস্তুতির জন্য এই সিরিজ আদর্শ মঞ্চ। উপমহাদেশীয় কন্ডিশনে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়াটা আমাদের কম্বিনেশন ও অ্যাপ্রোচে ধার বাড়াতে সহায়তা করবে। আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ দেবে এটা।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সুপার এইটের বেশি এগোতে পারেনি তারা। আফগানিস্তান সেমিফাইনালে পৌঁছেছিল, যা ছিল তাদের সেরা সাফল্য।