You have reached your daily news limit

Please log in to continue


গুগলের ওয়েমো রোবোট্যাক্সি চলবে নতুন তিন শহরে

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের মালিকানাধীন স্বয়ংক্রিয় প্রযুক্তির গাড়ি নির্মাতা ওয়েমো। ওয়েমো যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট, লাস ভেগাস ও সান ডিয়েগো শহরে রোবোট্যাক্সি সেবা চালুর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি সপ্তাহ থেকে নতুন তিন শহরে পরীক্ষামূলকভাবে রোবোট্যাক্সি সেবা শুরু হচ্ছে। এর মাধ্যমে ওয়েমো বাণিজ্যিক সম্প্রসারণ পরিকল্পনাকে আরও এগিয়ে নিচ্ছে।

দীর্ঘদিন ধরে সেলফ ড্রাইভিং যানবাহন প্রযুক্তি উন্নয়নে কাজ করা ওয়েমো। প্রযুক্তি গবেষণা থেকে সরে গিয়ে পূর্ণাঙ্গ বাণিজ্যিক সেবায় মনোযোগ দিচ্ছে সংস্থাটি। সম্প্রতি টেকক্রাঞ্চ ডিজরাপ্ট ২০২৫ সম্মেলনে ওয়েমোর সহপ্রধান নির্বাহী কর্মকর্তা (কো-সিইও) টেকেড্রা মাওয়াকানা বলেন, ‘এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দ্রুত সম্প্রসারণ। ২০২৬ সালের শেষ নাগাদ আমরা সপ্তাহে অন্তত ১০ লাখ ট্রিপ সম্পন্ন করার লক্ষ্য নিয়েছি। বর্তমানে ওয়েমো সপ্তাহে প্রায় আড়াই লাখ রোবোট্যাক্সির ট্রিপ সম্পন্ন করছে। সাম্প্রতিক সময়ে এ সংখ্যা আরও বেড়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন