ক্রিকেটারদের না ডাকার কারণ জানালেন করণ জোহর
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১১:০২
জনপ্রিয় বলিউড টক শো ‘কফি উইথ করণ’-এ এখন পর্যন্ত হাজির হননি ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি। অথচ তার স্ত্রী, অভিনেত্রী আনুশকা শর্মাকে একাধিকবার দেখা গেছে করণ জোহরের অতিথি হয়ে। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের আমন্ত্রণে অনীহার কারণ কী করণের, তা এবার জানা গেল।
সম্প্রতি সানিয়া মির্জার সঙ্গে এক পডকাস্টে করণ জোহর জানান, তিনি কখনও বিরাট কোহলিকে আমন্ত্রণই জানাননি শো-তে। সানিয়া যখন তাকে প্রশ্ন করেন, কোন তারকাকে তিনি আমন্ত্রণ জানালেও আসেননি, তখন করণ উদাহরণ দেন রণবীর কাপুরের নাম। এরপর সানিয়া জানতে চান, এমন কেউ আছেন কি যিনি কখনওই আমন্ত্রিত হননি? তখনই করণ বলেন, ‘আমি বিরাটকে কখনো প্রস্তাব পাঠাইনি।’
এর কারণ ব্যাখ্যা করে করণ জানান, ‘হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের সঙ্গে যা ঘটেছিল, তারপর থেকে আমি আর কোনো ক্রিকেটারকে ডাকিনি।’
- ট্যাগ:
- বিনোদন
- বিরাট কোহলি
- কফি উইথ করণ