হামলা অব্যাহত থাকায় গাজায় মৃত্যুসংখ্যা ৬৯ হাজার ছাড়াল
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় এক মাস পরও গাজায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে মরদেহ উদ্ধার ও শনাক্ত হওয়ায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ ছাড়া ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় প্রতিদিন বাড়ছে হতাহতের সংখ্যা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৬৯ জনে।
সাম্প্রতিক সপ্তাহে উদ্ধার হওয়া মরদেহ শনাক্ত করায় এই সংখ্যা আরো বেড়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় আরো ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবারও নতুন করে হত্যার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা উত্তর গাজায় এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে, যিনি কথিত ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে সেনাদের কাছাকাছি চলে গিয়েছিলেন।