সুদানে ‘অকল্পনীয় নৃশংসতা’ নিয়ে জাতিসংঘের সতর্কতা

এনটিভি প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ১০:২৯

শনিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে সুদানে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধি লি ফুং বলেন, গত ১০ দিনে এল-ফাশেরে নৃশংস হামলার সংখ্যা অনেক বেড়েছে। এটি এখন শোকের শহরে পরিণত হয়েছে। ১৮ মাসের অবরোধ ও সংঘাত থেকে বেঁচে যাওয়া বেসামরিক নাগরিকরা এখন অকল্পনীয় মাত্রার নৃশংসতা সহ্য করে যাচ্ছে।


লি ফুং আরও বলেন, এখানকার হাসপাতাল ও স্কুলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে আসা শত শত নারী ও শিশু নিহত হয়েছে। কোথাও কোথাও পালানোর সময় পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।


জাতিসংঘের এই সতর্কতা এমন সময়ে এলো যখন সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, উত্তর দারফুর রাজ্যের রাজধানী থেকে পালিয়ে আসা হাজার হাজার মানুষ তাভিলা শহরে ভীষণ দুরাবস্থার মুখোমুখি হচ্ছে।


সুদানের বাস্তুচ্যুত লোকজন ও শরণার্থী শিবির নিয়ে কাজ করা সংগঠনগুলোর মুখপাত্র অ্যাডাম রোজাল বার্তা সংস্থা এপিকে জানান, ১৬ হাজারেরও বেশি মানুষ তাভিলাতে পৌঁছেছে, যাদের প্রায় সবারই খাবার, ওষুধ, আশ্রয়ের উপকরণ ও মনস্তাত্ত্বিক সহায়তা জরুরি প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও