শহীদ মিনারে রাত কাটছে প্রাথমিক শিক্ষকদের, রোববার থেকে কর্মবিরতি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ০০:০৯
১০ম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। আজ রাতে তারা সেখানেই থাকবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে দেখা যায়, শিক্ষকরা সঙ্গে আনা পলিথিন, মাদুর ও বিছানার চাদর বিছিয়ে খোলা আকাশের নিচে শুয়ে আছেন। অনেকে দিনভর ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আলোচনা করছেন। অনেকে আবার ক্লান্ত-শ্রান্ত শরীর এলিয়ে ঘুমিয়ে পড়েছেন।
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’র নেতারাও শহীদ মিনারে অবস্থান করছেন। তারা আহত শিক্ষকদের মধ্যে যারা প্রাথমিক চিকিৎসা নিয়ে শহীদ মিনারে ফিরে এসেছেন, তাদের খোঁজখবর নিচ্ছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কর্মবিরতি
- কর্মবিরতি ঘোষণা