You have reached your daily news limit

Please log in to continue


‘জাহানারা যখন অনুশীলন করত, কেউ তার সঙ্গে কথা বলত না’

সাবেক ক্রিকেটার ও নারী দলের প্রাক্তন নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিপক্ষে জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ নিয়ে মুখ খুলেছেন রুমানা আহমেদ। জাতীয় দলের বাইরে থাকা সাবেক এই অধিনায়ক বলছেন, মঞ্জুর বাজে আচরণ কারো অজানা ছিলো না। জাহানারার অনেক অভিযোগও সঠিক বলে মনে করেন তিনি।

ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে গত বৃহস্পতিবার দেওয়া একটি সাক্ষাৎকারে গুরুতর অভিযোগ করেন জাহানারা। অস্ট্রেলিয়ায় পাড়ি জমানাও সাবেক এই অধিনায়ক বলেন, মঞ্জুরুল তাকে কুপ্রস্তাব দিতেন, মন্দ স্পর্শ করতেন।

সেসময় জাতীয় দলে খেলা রুমানা এসব বিষয়ের সত্যতা নিশ্চিত না করলেও জাহানারার বেশিরভাগ অভিযোগকে সঠিক মনে করেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি দেখেছি, যখন সে (জাহানারা) অনুশীলন করত, কেউ তার সঙ্গে কথা বলত না। বোঝা যেত, তার প্রতি একধরনের ক্ষোভ আছে। সে আমাদের সঙ্গে কিছুই শেয়ার করত না।'

'যেভাবে সে (জাহানারা) ঘটনাগুলো বর্ণনা করেছে, সেভাবেই আসলে ঘটেছে। তিনি (মঞ্জুরুল) কথা বলার সময় খুব বেশি কাছে চলে আসতেন, কাঁধে হাত রাখতেন। এমনকি জুনিয়ররাও আমাদের কাছে এ নিয়ে অভিযোগ করেছে।'

তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি নিজে কখনো হয়রানির শিকার হয়েছেন কি না। উত্তরে রুমানা বলেন, 'না, আমি হইনি। তিনি (মঞ্জুরুল) আশেপাশে থাকলে আমি দূরত্ব বজায় রাখতাম।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন