You have reached your daily news limit

Please log in to continue


তার একের পর এক হিট সিনেমা বদলে দিচ্ছে দেশের চলচ্চিত্র শিল্প

চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী সম্প্রতি ঘোষণা দিয়েছেন 'আন্ধার' নির্মাণের। এটাই নাকি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের সিনেমা। এ নিয়ে দারুণ আলোচনায় রয়েছেন উচ্চাভিলাষী এই নির্মাতা।

দ্য ডেইলি স্টারে আড্ডায় বসে তিনি ইঙ্গিত দিলেন, ঝুলিতে তার আরও অনেক চমক রয়েছে।

'আন্ধার' সিনেমার অভিনয়শিল্পীদের এতদিন গোপন রাখলেন কীভাবে?

রায়হান রাফী: আমরা শুরু থেকেই গোপনীয়তার চুক্তি করেছি এবং কঠোরভাবেই সেটি মেনে চলেছি। 'তাণ্ডব' সিনেমার শুটিংয়ের সময় একজন টিকটকে কিছু দৃশ্য ফাঁস করে ফেলেছিল। তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। পরে তার মোবাইলে চলচ্চিত্রের বাইরের আরও অনেক আপত্তিকর ভিডিও পাওয়া যায়।

'আন্ধার' সিনেমার সবকিছু খুব সুন্দরভাবে হয়েছে। কারণ, সবাই দৃঢ়প্রতিজ্ঞ ছিল যে, সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে চলবে।

'তাণ্ডব'-এর শেষে ছিল দারুণ একটি ক্লিফহ্যাঙ্গার। সিক্যুয়েল কবে ঘোষণা করবেন?

রায়হান রাফী: এটা এখনো কাউকে জানাইনি। এই মাসেই সিক্যুয়েলের ঘোষণা আসবে। কিন্তু, সেটা 'সুড়ঙ্গ ২' নাকি 'তাণ্ডব ২' তা জানতে একটু অপেক্ষা করতে হবে!

'সুরঙ্গ ২'-এ কি শাকিব খান থাকবেন?

রায়হান রাফী: হতে পারে!

আপনার অনেক ওজন কমেছে। কবে থেকে স্বাস্থ্য সচেতন হলেন?

রায়হান রাফী: 'সুড়ঙ্গ' শেষ করার পর ভীষণ ক্লান্তি আর অস্বস্তি বোধ করতাম। অতিরিক্ত ওজনের কারণে এমন হচ্ছিল। কাজেও এর প্রভাব পড়ছিল। তাই শরীরের যত্ন নেওয়া শুরু করি।

স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়ামের পাশাপাশি ধূমপানও ছেড়েছি। এখন পর্যন্ত ১৬ কেজি ওজন কমাতে পেরেছি।

সবাইকে বলতে চাই, শরীরের যত্নই সবার আগে। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন