সংসদ নির্বাচন: এবার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র কত?
ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে ৪৩ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন, তার মধ্যে দুই তৃতীয়াংশই ‘ঝুঁকিপূর্ণ’বলে প্রাথমিক তথ্য দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা সভায়।
ইসি বলছে, মাঠে আইন শৃঙ্খলাবাহিনী কতদিন থাকবে, কোন ধরনের কেন্দ্রে কত জন করে দায়িত্বে থাকবে, এসব বিষয়ে প্রস্তাব এবং ম্যাপিং কমিশন সভায় চূড়ান্ত হবে।
তফসিল ঘোষণার আর বাকি এক মাস। এরই মধ্যে বিএনপি, জামায়াত, নতুন দল এনসিপিসহ দলগুলো প্রার্থী ঘোষণার তোড়জোড় শুরু হয়েছে।
অন্তর্বর্তী সরকারও ভোটারদের উদ্বুদ্ধ করতে প্রচারাভিযান শুরু করছে। নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটির প্রস্তুতির কাজ রয়েছে শেষ ধাপে।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে অর্ধশতাধিক; এসব দলের পাশাপাশি স্বতন্ত্র ও জোট মনোনীত প্রার্থীরা অংশ নেবেন ভোটে।
নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগবিহীন এ নির্বাচনে গুজব ও বিভ্রান্তি ছড়ানোর মতো নানা প্রতিবন্ধকতা নিয়েও ইসির উদ্বেগ রয়েছে।
ভোটকেন্দ্রের অবস্থান, প্রার্থীর বাসস্থানের দূরত্ব, গোলযোগের শঙ্কাসহ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে মহানগর এলাকায়, মহানগরের বাইরের এলাকা ও বিশেষ এলাকায় (পার্বত্য ও দুর্গম) সাধারণ ও ঝুঁকিপুর্ণ কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।মোতায়েনের ক্ষেত্রে ‘ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রগুলোকে ইসি ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে বর্ণনা করে।