পর্যবেক্ষক সংস্থা: নতুন ১৬টি নিয়ে দাবি-আপত্তি চেয়ে ইসির গণবিজ্ঞপ্তি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫, ১২:২০

নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদন যথাযথভাবে যাচাই করে ১৬টি প্রতিষ্ঠানের বিষয়ে কারো কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা জানাতে বলেছে নির্বাচন কমিশন।


শনিবার এর সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে অর্থাৎ আগামী ২৭ নভেম্বর বিকাল ৫টার মধ্যে সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে মতামত জানাতে হবে।


কারো বিরুদ্ধে কোন দাবি, আপত্তি ও অভিযোগ থাকলে স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করে ৬ সেট আপত্তি দাখিল করতে হবে।


"আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত দেবে ইসি। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।"


গণবিজ্ঞপ্তিটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও