জাপানিজ প্যানকেকের রেসিপি
প্রথম আলো
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৫, ১৭:২৬
ছুটির দিন সকালে বা বিকেলে নাশতা হিসেবে প্যানকেক বানাতে পারেন। শিশু থেকে বয়স্ক—সবাই খেতে পারবেন এটি।
উপকরণ
ডিম: ২টি (বড়)
দুধ: ২ টেবিল চামচ
ভ্যানিলা এক্সট্র্যাক্ট: আধা চা-চামচ
লেবুর খোসার কুচি (ঐচ্ছিক): ১ চা-চামচ
ময়দা: সিকি কাপ
বেকিং পাউডার: সিকি চা-চামচ
সাদা ভিনেগার বা লেবুর রস: আধা চা-চামচ
চিনি: ২ টেবিল চামচ
ভেজিটেবল বা ক্যানোলা তেল: রান্নার জন্য
ঐচ্ছিক টপিংসের জন্য: হুইপড ক্রিম, বিভিন্ন ধরনের ফল, চিনির গুঁড়া বা ম্যাপল সিরাপ।
- ট্যাগ:
- লাইফ
- প্যানকেক
- প্যানকেক রেসিপি