চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন চালিতাতলী এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলা হত্যা এবং রাউজানে প্রকাশ্যে গুলি ও সংঘর্ষসহ সহিংসতার পৃথক ঘটনার মূল হোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর চান্দগাঁও র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান।
লে. কর্নেল হাফিজুর রহমান জানান, চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলা হত্যার ঘটনায় আলাউদ্দীন ও হেলাল নামের দুজনকে নগরীর চান্দগাঁও এলাকার হাজিরপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এ্ই দুজন সরাসরি কিলিং মিশনে জড়িত ছিল বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামি রায়হানকে গ্রেপ্তারে অভিযান চলছে।