বছরের শুরুতেই ‘সাশ্রয়ী দামের’ ল্যাপটপ বাজারে আনছে অ্যাপল?
২০২৬ সালের প্রথম দিকে সাশ্রয়ী দামের ম্যাক ল্যাপটপ বাজারে আনার পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, নতুন ল্যাপটপটি এরইমধ্যেই অ্যাপলের বিদেশি সরবরাহকারীদের কারখানায় প্রাথমিকভাবে তৈরি হচ্ছে এবং ডিভাইসটি নিয়ে পরীক্ষানিরীক্ষাও চালাচ্ছে কোম্পানিটি।
প্রতিবেদন অনুসারে, এ ল্যাপটপ তৈরির মাধ্যমে অ্যাপলের মূল লক্ষ্য ব্যবহারকারীদের ক্রোমবুক ও সাশ্রয়ী দামের উইন্ডোজ পিসি থেকে দূরে সরিয়ে এনে নিজস্ব ইকোসিস্টেমে যোগ করা।
ধারণা করা হচ্ছে, সাধারণ ব্যবহারকারী, শিক্ষার্থী ও বিভিন্ন বাণিজ্যিক কোম্পানির কথা মাথায় রেখে ল্যাপটপটি তৈরি করছে অ্যাপল, বিশেষ করে যারা কম ইন্টারনেট ব্রাউজ ও এডিট বা ডকুমেন্টের মতো সহজ কাজের জন্য ল্যাপটপ ব্যবহার করেন তাদের বেলায়।
এ ছাড়াও, যেসব ব্যবহারকারী আইপ্যাড কিনতে চাইছেন তবে প্রচলিত ল্যাপটপ ব্যবহার করতে আগ্রহী তাদেরও লক্ষ্য করে নতুন ডিভাইসটি বাজারে আনতে চাইছে অ্যাপল।
এনগ্যাজেট লিখেছে, নতুন নকশার এ ল্যাপটপে রয়েছে তুলনামূলক স্বল্পমূল্যের এলসিডি ডিসপ্লে। এতে ব্যবহৃত হবে আইফোনের এ-সিরিজের প্রসেসর, যা সক্ষমতার বিচারে কোম্পানিটির ‘এম১’ চিপের চেয়ে ভালো। ল্যাপটপটির ডিসপ্লে আকার ১৩.৬ ইঞ্চি, যা ম্যাকবুক এয়ারের চেয়ে ছোট হতে পারে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন ল্যাপটপ
- অ্যাপল