পর্নোগ্রাফিতে ‘শ্বাস রোধের দৃশ্য’ নিষিদ্ধ হচ্ছে যুক্তরাজ্যে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ১২:১১

নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা রোধের লক্ষ্যে সরকারের নতুন পরিকল্পনার অংশ হিসেবে অনলাইন পর্নোগ্রাফিতে গলা টিপে ধরা বা শ্বাসরোধের মতো দৃশ্য দেখানো অবৈধ ঘোষণা করবে যুক্তরাজ্য।


বর্তমানে মূলধারার বিভিন্ন পর্ন সাইটে শ্বাসরোধের মতো দৃশ্য অনেক বেশি দেখা যায়। ফলে তরুণদের মধ্যে এ ধরনের আচরণকে এখন ‘খুব স্বাভাবিক’ মনে হতে পারে, এমন পর্যালোচনার পরই যুক্তরাজ্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।


বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রক্রিয়াধীন ‘ক্রাইম অ্যান্ড পুলিশিং’ বিলের সংশোধনী অনুসারে, এমন ধরনের কনটেন্ট অবৈধভাবে ধারণ, রাখা বা প্রকাশ করা উভয়ই ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে।


বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকে নিজ থেকেই এমন কনটেন্ট শনাক্ত ও সরিয়ে ফেলার দায়িত্ব নিতে হবে। অন্যথায় এসব প্লাটফর্মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে যুক্তরাজ্যের মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা ‘অফকম’।


যুক্তরাজ্যের বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি বিভাগ বলেছে, এ পরিবর্তনের ফলে পর্নোগ্রাফিতে শ্বাসরোধের দৃশ্য ‘অপরাধ’ হিসেবে গণ্য হবে, যা দেশটির ‘অনলাইন সেইফটি অ্যাক্টে’র আওতায় শিশু যৌন নির্যাতন বা সন্ত্রাসবাদ সংক্রান্ত কনটেন্টের সমান গুরুত্ব পাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও