You have reached your daily news limit

Please log in to continue


ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে; হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০১ জন।

সব মিলিয়ে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ হাজার ৯২৩ জনে। তাদের মধ্যে ২৯২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মশাবাহিত এ রোগ।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩ জন। এছাড়া উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে মারা গেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে সর্বোচ্চ ২৪১ জন ভর্তি হয়েছেন।

এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫ জন, বরিশাল বিভাগে ১৫১, খুলনা বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫, রাজশাহী বিভাগে ৪৫, ময়মনসিংহে ৭৫, রংপুরে ১৯ এবং সিলেটের ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন