ননস্টপ জট-গিট্টুতে ভোটের ঢোল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৮ সালে। সেখানে ক্ষমতা বদলের নমুনা বা আশা ছিল না। জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার, ঘটনার ঘনঘটায় বিতাড়িত না হলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য এমন উতলা হওয়া নসিবে জুটত না।
এ অভিযাত্রায়ও বিচার, সংস্কার, ঐকমত্য, সনদ, গণভোট ইত্যাদি নিয়ে চলছে জটিলতা। কোনোটির গিট্টু না খুলে, একটির মধ্যে পাকছে আরেকটি। যুক্তি সবার কড়া। তার ওপর জুলাই সনদ বাস্তবায়ন না করা গেলে সেই পরিষদে ২৭০ দিনের মধ্যে অটোমেটিক্যালি তা সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার খড়গ। বিদ্যমান বা প্রচলিত ব্যবস্থায় নির্বাচন হলে, বিএনপিই বিজয়ী হয়ে সরকার গঠন করবে তা ধারণাযোগ্য। কিন্তু সেখানেও এখন হরেক বাগড়া। নানা বায়নায় দলটির বুক, মাটিতে লাগিয়ে ফেলার অবস্থা। এখন কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে কী অবস্থা দাঁড়াবে এ প্রশ্নও দেখা দিয়েছে।
- ট্যাগ:
 - মতামত
 - জাতীয় সংসদ নির্বাচন