You have reached your daily news limit

Please log in to continue


প্রযুক্তি ও এআইয়ের কাছে জীবিকা হারানো গণতন্ত্রের নয়া চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বৈরাচারী ও আইনের তোয়াক্কা না করা আচরণ মার্কিন গণতন্ত্রের অবক্ষয়ের আসল কারণটিকে আড়াল করে ফেলছে না তো? ট্রাম্পের ‘‌মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা)’ রাজনীতির প্রতিষেধক খুঁজতে হলে আগে বুঝতে হবে, এ প্রবণতার শিকড় কোথায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বৈরাচারী ও আইনের তোয়াক্কা না করা আচরণ মার্কিন গণতন্ত্রের অবক্ষয়ের আসল কারণটিকে আড়াল করে ফেলছে না তো? ট্রাম্পের ‘‌মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা)’ রাজনীতির প্রতিষেধক খুঁজতে হলে আগে বুঝতে হবে, এ প্রবণতার শিকড় কোথায়। কয়েক দশক ধরে প্রযুক্তি ও সরকারি নীতির মেলবন্ধনে মার্কিন শ্রমজীবী মানুষের জীবিকা ধ্বংস হয়েছে ভয়াবহভাবে। এ বিপর্যয়কে ধীরে ধীরে ‘‌স্বাভাবিক’ বা ‘‌অর্থনৈতিকভাবে অবশ্যম্ভাবী’ বলেও মেনে নেয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন