You have reached your daily news limit

Please log in to continue


আগুনগলা দেশ ‘সুদান’ মানুষের নীরবতা

রক্তের রঙ কখনো সময়ের সঙ্গে বদলায়? হয়তো না। কারণ খার্তুমের আকাশে যে রক্তের কুয়াশা এখন ভাসছে, তা পনেরো শতাব্দীর মানবসভ্যতার সব মিথ্যাচারকে উন্মুক্ত করে দিয়েছে। সুদান এক সময় নীলনদের তীরে সভ্যতার আশ্রয়স্থল ছিল, কিন্তু আজ ধ্বংসের আর্তনাদে কাঁপছে।

শহরের ওপরে কালো ধোঁয়া, বাজারের জায়গায় বোমার গর্ত, হাসপাতালের মেঝেতে ছড়িয়ে থাকা রক্ত এ এমন এক নরক, যেখানে মানবতা কেবল একটি পরিত্যক্ত শব্দ। অনেকদিন আগে (!) যা ব্যবহার করা হতো। ইতিহাসে অজস্র নজির রয়েছে, বিশ্ব মানবতার। বিশেষ করে, শত-হাজার বছর আগের মুসলিম শাসকদের ন্যায়বিচার এবং মানবতা আজ হারিয়ে গেছে। আমরা কেবলই ধ্বংসের দর্শক। কোনো নির্মাণে আমরা সহজে অগ্রসর হতে পারি না। যখনই হতে যাই, তখন গোষ্ঠীবদ্ধ হায়েনার দল আমাদের মধ্যেই সৃষ্টি করে অনৈক্যের বিষবাষ্প। আমরা বিচ্ছিন্ন হই। আর অত্যাচারীর দল, যুগের পর যুগ আমাদের নির্মম শোষণ করে যায়। আমরা যেন নিজের অজান্তেই ভালোবাসি শোষিত হতে। যে ধারা চলছে। কতকাল এমন চলবে, কেউ জানি না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন