You have reached your daily news limit

Please log in to continue


যেখানে ম্যালকমের শেষ, সেখানে মামদানির শুরু

যুক্তরাষ্ট্রে ন্যায়বিচারের জন্য সংগ্রাম সত্যিই কখনো মরে না। এটি হয়তো চাপা পড়ে, মুছে যায় বা কোণঠাসা হয়ে পড়ে; কিন্তু এটি সবসময় ফিরে আসার পথ খুঁজে নেয়। নতুন রূপে, নতুন চেহারায়, নতুন কণ্ঠে। দুজন ব্যক্তি, দুই প্রজন্মের ব্যবধান সত্ত্বেও একজন নাগরিক অধিকার আন্দোলনের এক কিংবদন্তি, অন্যজন নিউইয়র্কের একজন উদীয়মান রাজনীতিবিদ, যারা একই নৈতিক ভূমিতে দাঁড়িয়ে আছেন।

ম্যালকম এক্স হত্যাকাণ্ডের ছয় দশক পরও নিউইয়র্ক সিটি মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি সমতা, ন্যায়বিচার ও মুক্তির প্রতি তার নির্ভীক, আপসহীন বিশ্বাসকে তুলে ধরছেন। বিশেষ করে মামদানির মতো ম্যালকম এক্সও একজন গর্বিত মুসলিম ছিলেন। তার প্রাথমিক বিশ্বদৃষ্টি তৈরি হয়েছিল বর্ণবৈষম্যের কষ্টিপাথর এবং নেশন অব ইসলামের ব্ল্যাক জাতীয়তাবাদের মধ্যে; যে আন্দোলন শ্বেতাঙ্গ আধিপত্যকে উলটে দিয়েছিল; কিন্তু বিশ্বকে তখনো শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ, অত্যাচারী ও অত্যাচারিত-এ দুই ভাগে ভাগ করে রেখেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন