চলতি মাসে আসছে জিটিএ সিক্সের তৃতীয় ট্রেলার?

bonikbarta.com প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ১৫:২৭

জিটিএ সিক্সের নতুন ও তৃতীয় ট্রেলার প্রকাশের গুঞ্জন এখন তুঙ্গে। জিটিএ-ভক্ত ও টিপস্টারদের ধারণা, দ্বিতীয় ট্রেলার প্রকাশের ছয় মাস পর ৬ নভেম্বরই আসতে পারে বহুল প্রতীক্ষিত গেমটির নতুন ঝলক। কারণ ওই দিনই জিটিএ প্রকাশক রকস্টার গেমসের মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভের বিনিয়োগকারীদের বৈঠক রয়েছে। এর আগে ট্রেলার প্রকাশ হলে বিনিয়োগকারীদের আস্থা ও ভক্তদের উত্তেজনা দুটোই বাড়বে বলে মনে করছেন অনেকে। যদিও রকস্টার এখনো কিছু নিশ্চিত করেনি, তবে ওয়েবসাইটের হোমপেজের সাম্প্রতিক পরিবর্তন ও বাড়তে থাকা জল্পনা ইঙ্গিত দিচ্ছে যে জিটিএ সিক্স-সংক্রান্ত বড় কোনো ঘোষণা হয়তো শিগগিরই আসছে। খবর গিজমোচায়না


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও