আধুনিক কম্পিউটারে প্রয়োজন হারিয়েছে কিবোর্ডের ৬ বাটন
আজকের প্রযুক্তিনির্ভর দুনিয়ায় কম্পিউটারের কিবোর্ডের নকশা বহু বছর ধরেই প্রায় অভিন্ন রয়েছে। ডেস্কটপ বা ল্যাপটপ যাই হোক না কেন, সবাই জানে এতে কোন কোন বাটন থাকবে। কিন্তু কখনো কি চিন্তায় এসেছে, এমন অনেক বাটন এখনো রয়ে গেছে যেগুলো প্রায় ব্যবহারই করা হয় না? প্রযুক্তি যতই এগিয়েছে, এসব বাটনের ব্যবহার ততটাই কমে গেছে। একসময় দরকারি হলেও এখন সেগুলো কেবল কিবোর্ডে জায়গা দখল করে আছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেক ইউজ অব (এমইউও) এমনই ছয়টি কি বা বাটনের কথা উল্লেখ করেছে
স্ক্রল লক: একসময়ের দরকারি, এখন ভুলে যাওয়া বাটন
স্ক্রল লক বাটন সম্ভবত সবচেয়ে অর্থহীন বাটনগুলোর একটি। আগে এটি অ্যারো (তীরচিহ্ন) বাটনের কাজ নিয়ন্ত্রণ করত। যেমন কখনো কার্সর সরানো, কখনো পুরো স্ক্রিন স্ক্রল করা। ১৯৯০-এর দশকে মাউসের স্ক্রল হুইল আসার আগে এটি বেশ কাজে লাগত। এখন কেবল মাইক্রোসফট এক্সেল বা লিব্রেঅফিস ক্যাল্কের মতো কিছু স্প্রেডশিট প্রোগ্রামেই এটি আংশিকভাবে ব্যবহার হয়। অন্য ক্ষেত্রে এর তেমন কোনো প্রয়োজন নেই। বরং স্ক্রল লক কিবোর্ডে অপ্রয়োজনীয় আলো জ্বালিয়ে বিভ্রান্তি বাড়ায়।