 
                    
                    ৮ দফা দাবিতে সিলেটে রেলপথ অবরোধ কর্মসূচির ডাক
সিলেট-কক্সবাজার ও সিলেট-ঢাকা রেলপথে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। এর আগে সন্ধ্যায় কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের বৈঠক হয়।
বৈঠকে রেলওয়ে কর্তৃপক্ষ দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। পরে তারা ঘোষণা দেন, ১ নভেম্বর থেকে সিলেট বিভাগের সব রেলপথে অবরোধ শুরু হবে। বৈঠকের পর আন্দোলনকারীরা কুলাউড়া রেলস্টেশনে বিক্ষোভ মিছিলও করেন।
মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, ৮ দফা দাবিতে প্রায় তিন মাস শান্তিপূর্ণ কর্মসূচি হলেও রেলওয়ে কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।
তিনি আরও বলেন, সারা দেশের তুলনায় সিলেট বিভাগ উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। অথচ রেল বিভাগ আয়ের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে আছে। কর্তৃপক্ষ যদি আট দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ পদক্ষেপ না নেয়, তাহলে আগামীতে গোটা সিলেট অচল করে দেওয়া হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রেলপথ অবরোধ
- ট্রেন চালুর দাবি
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                