You have reached your daily news limit

Please log in to continue


‘আমাকে কেন দোষারোপ করা হচ্ছে? আমিও বিচার চাই’, সিডনি থেকে শাবনূর

২৯ বছর পর সালমান শাহর মৃত্যুকে ‘হত্যা’ হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এই প্রেক্ষাপটে সিডনিতে প্রথম আলোর সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় মুখ খুললেন তাঁর সর্বাধিক ছবির নায়িকা শাবনূর। বললেন, ‘আমাকে কেন দোষারোপ করা হচ্ছে? আমিও বিচার চাই।’

ঢাকাই চলচ্চিত্রের আকাশে যেন ধূমকেতুর মতো এসেছিলেন সালমান শাহ। মাত্র চার বছরের অভিনয়জীবনে বদলে দিয়েছিলেন বাণিজ্যিক সিনেমার চেহারা, দর্শকের রুচি ও তরুণ প্রজন্মের নায়ক ধারণা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যু যেন পুরো জাতিকেই হতভম্ব করে দিয়েছিল। সেদিন ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। সেই মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ ২৯ বছর—তবু রহস্যের পর্দা আজও পুরোপুরি ওঠেনি। ২০২৫ সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সালমান শাহর মৃত্যুকে হত্যা হিসেবে গণ্য করে রমনা থানাকে মামলা রুজু ও তদন্তের নির্দেশ দেন। সালমানের মা নীলা চৌধুরীর নারাজি আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ আসে। পরদিন ২১ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডনসহ ১১ জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

সিডনি থেকে শাবনূরের প্রতিক্রিয়া

অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থানরত শাবনূরের সঙ্গে প্রথম আলোর দীর্ঘ আলাপচারিতায় উঠে আসে তাঁর প্রতিক্রিয়া ও ব্যক্তিগত ক্ষোভ। আলাপের শুরুতেই তিনি বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি আদালতের সাম্প্রতিক নির্দেশের খবর জানতে পেরেছেন। এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই আমি মন্তব্য করতে চাই না। তবে আমার নাম জড়িয়ে যে ভিত্তিহীন গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘সালমান শাহ ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি, তার সঙ্গে কাজ করেই আমার চলচ্চিত্রজীবন বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা বিভ্রান্তি ও গুজব ছড়িয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন