যে ৪ কারণে রিয়ালের কাছে এমন হার বার্সেলোনার
যুগান্তর
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১০:২২
মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে পাত্তাই পায়নি বার্সেলোনা। স্কোরলাইন বলছে ২-১ ব্যবধানের হার, তবে সেটা বার্সার পারফর্ম্যান্সের প্রতি যেন সুবিচার করতেই পারছে না। শুরু থেকে শেষ পর্যন্ত কাতালানরা ছিল নিজেদের ছায়া হয়ে, যার ফলাফল এমন এক হার।
এই হারের কারণগুলো কী কী, চলুন দেখে নেওয়া যাক–
১। ‘হাইলাইন’ রক্ষণ আর কাজে দিচ্ছে না
গেল মৌসুমে এই হাইলাইন রক্ষণ দিয়েই কত রাজা উজির মেরেছিল বার্সেলোনা। এই রিয়াল মাদ্রিদকেই তো হারিয়েছে ৪ ম্যাচে, করেছিল ১৬ গোল।
তবে ‘নেতা’ ইনিগো মার্তিনেজের চলে যাওয়ার পর থেকেই বার্সেলোনার রক্ষণ বেশ নড়বড়ে। তবু বার্সা কোচ হানসি ফ্লিক দলকে খেলাচ্ছেন হাইলাইন রক্ষণ নিয়েই।
- ট্যাগ:
- খেলা
- বার্সেলোনা