
এখন অ্যাপেল ওয়াচ দেবে উচ্চ রক্তচাপের সতর্কবার্তা
অ্যাপেল ওয়াচ ব্যবহারকারীরা এখন থেকে উচ্চ রক্তচাপ সম্পর্কে নোটিফিকেশন পাবেন। ওয়াচওএস-২৬ এর অপারেটিং সিস্টেমে নতুনভাবে যোগ করা হয়েছে হাইপারটেনশন নোটিফিকেশন ফিচার। যা শুধুমাত্র নতুন মডেল নয়, কিছু পুরনো অ্যাপেল ওয়াচ মডেলেও ব্যবহার করা যাবে।
যদি আপনার হার্ট ডেটা দীর্ঘ সময় ধরে উচ্চ রক্তচাপের ধারা দেখায়, আপনার ঘড়ি তখনই সতর্কবার্তা দেবে।
এই ফিচারটি ওয়াচওএস-২৬ এর অ্যাপেল ওয়াচ সিরিজ ৯,১০,১১ এবং অ্যাপেল ওয়াচ আলট্রা ২ ও ৩ এর মধ্যে কাজ করবে। এছাড়া আপনার কাছে থাকতে হবে আইফোন ১১ বা তার পরের কোন মডেল। যা আইওএস-২৬ সাপোর্ট করে।
উচ্চ রক্তচাপ সতর্কবার্তা পাবেন যেসব শর্তে
১. ঘড়িতে হাতের কব্জি শনাক্তকরণ সক্রিয় থাকতে হবে। এটি ঘড়িকে বুঝতে সাহায্য করে যে ব্যবহারকারী ঘড়ি পরেছেন কি না এবং সেই অনুযায়ী হার্ট রেট ও অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করে।
২. ব্যবহারকারীর বয়স অবশ্যই ২২ বছর বা তার বেশি হতে হবে। কারণ কম বয়সীদের জন্য হার্ট এবং রক্তচাপের মান ভিন্ন এবং সতর্কবার্তা প্রযোজ্য নাও হতে পারে।