
যেসব লক্ষণ দেখে বুঝবেন কেউ আপনাকে হিংসা করছে, এ ক্ষেত্রে করণীয় জেনে রাখুন
প্রথম আলো
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১৪:৩৭
আমরা অনেক সময় এমন মানুষের সঙ্গে মিশি, যারা বাইরে থেকে বন্ধুসুলভ, কিন্তু ভেতরে–ভেতরে আপনার সাফল্য বা জনপ্রিয়তাকে সহ্য করতে পারে না। হিংসা বা ঈর্ষা এমন এক অনুভূতি, যা মানুষ মুখে স্বীকার না করলেও আচরণে ধরা পড়ে। চলুন, জেনে নিই কেউ আপনাকে হিংসা করছে কি না, তা বোঝার কিছু সাধারণ লক্ষণ।
১. সব সময় প্রতিযোগিতা করে
আপনি কিছু ভালো করলে সে সঙ্গে সঙ্গে সেটার চেয়ে ভালো কিছু করতে চায়। আপনার সাফল্য তাঁকে অনুপ্রাণিত না করে অস্থির করে তোলে।
২. প্রশংসার আড়ালে খোঁচা
মুখে বলবে, ‘তুমি তো দারুণ করছ!’ কিন্তু কথার ভেতরে লুকিয়ে থাকবে হালকা কটাক্ষ। যেমন, ‘তোমার ভাগ্যটা আসলে ভালো, সবাই তোমাকে সাহায্য করে।’
৩. সব সময় আপনার ভুল খোঁজে
আপনি ভালো কিছু করলেও সে ত্রুটি বের করতে ব্যস্ত থাকে। কোথায় আপনি ভুল করলেন, সেটাই খুঁজে বের করায় যেন তার সব আনন্দ।