বিএনপিতে সালাহউদ্দিন-নবী-নয়ন, জুলাই স্পিরিট নিয়ে মাঠে জামায়াত

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১০:০০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে নেমে মাতুয়াইল কবরস্থানের দিকে যেতে রাস্তার মুখে ডানদিকে টং দোকানের ওপর বিশাল বিলবোর্ড। তাতে বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের ভোটের প্রচারণা। একটু সামনে বামপাশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবীউল্লাহ নবীর বিলবোর্ড। জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের প্রচারণাও কম নয়।


রাজধানীর অন্যতম প্রবেশপথ হিসেবে পরিচিত ঢাকা-৫ আসনের অলিগলিতে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশী নেতার ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। যাত্রাবাড়ী এবং ডেমরা থানা নিয়ে ঢাকা-৫ আসন গঠিত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০ ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড এ আসনের অন্তর্ভুক্ত। এটি জাতীয় সংসদের ১৭৮ নম্বর আসন।


এ আসনের সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন প্রচার-প্রচারণা। ঘুরে ঘুরে বিলি করছেন হ্যান্ডবিল, দোয়া চাইছেন ভোটারদের কাছে। কেউ কেউ অংশ নিচ্ছেন উঠান বৈঠকে। শামিল হচ্ছেন নাগরিক সমস্যার সমাধানে আয়োজিত নানা কর্মসূচিতে।


সরেজমিনে আসনটির বিভিন্ন এলাকা ঘুরে ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আসনটিতে বিএনপির তিনজন মনোনয়নপ্রত্যাশী মাঠে রয়েছেন। দলটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবীউল্লাহ নবী ও জাকির হোসেন নয়ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও