হলফনামায় প্রার্থীর তথ্যে ‘আস্থাহীনতার’ নেপথ্যে কী
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ২০:৪৬
দেশের অন্যতম শীর্ষ একজন ধনীর ছেলে নির্বাচনি হলফনামায় দেখিয়েছেন, তার কোনো জমি, বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। তার স্ত্রীর আছে ১২০ ভরি স্বর্ণ। এছাড়া ১০ হাজার টাকার অলংকার ও পাঁচ হাজার টাকার আসবাবপত্র রয়েছে তার।
আরেকজন প্রার্থী স্ত্রীর নামে ১৮৭ ভরি স্বর্ণালংকার রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেন। তিনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেখিয়েছেন মাত্র ১ হাজার ১৭৬ টাকা।
এমন সম্পদ বিবরণী দেখে যে কারও খটকা লাগতে পারে। তার মতো অনেকে এমন সব তথ্য দিয়েছেন যা সাধারণ জনগণের কাছে বিশেষ গ্রহণযোগ্য মনে হয়নি, যা নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।