মেট্রোরেল স্টেশনে ঢুকলেই ১০০ টাকা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৬:৪৫

রাজধানীতে মেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বের হয়ে আসলেও গুনতে হবে ১০০ টাকা।


এই নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- ডিএমটিসিএল। ঢাকার বিভিন্ন স্টেশনে এ সংক্রান্ত নোটিশ টানানো হয়েছে।


বুধবার ঢাকার কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনে গিয়ে দেখা গেছে, স্টেশনের প্রবেশপথের কাছেই এ ধরনের নোটিশ দেওয়া হয়েছে।


ডিএমটিসিএলের ওই নোটিশে বলা হয়েছে, “সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে—ডিএমটিসিএল কর্তৃপক্ষ।”


এতদিন কোনো যাত্রী কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হত না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও