
জন্মদিনে যুক্তরাষ্ট্রে সাজু খাদেম, ব্যস্ত মঞ্চনাটকের কর্মশালায়
জন্মদিনে যুক্তরাষ্ট্রে আছেন অভিনেতা সাজু খাদেম। মঞ্চনাটকের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেখানে ব্যস্ত সময় কাটছে তার।
টেক্সাসের অস্টিন নাট্যমঞ্চ আয়োজন করেছে সপ্তাহপব্যাপী কর্মশালা। এতে সাজু খাদেম ছাড়াও প্রশিক্ষক হিসেবে আছেন অভিনয়নেতা লিটু আনাম, নির্দেশক ও অভিনেত্রী হৃদি হক এবং কামরুজ্জামান রনি।
গত ১৯ অক্টোবর শুরু হওয়া এই কর্মশালা শেষ হবে ২৬ অক্টোবর।
যুক্তরাষ্ট্র থেকে সাজু খাদেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দারুণ অভিজ্ঞতা হচ্ছে। এখানে একটা শিক্ষিত শ্রেণি ভীষণ সক্রিয় আছে শিল্প-সংস্কৃতির চর্চা নিয়ে। আমি ব্যক্তিগতভাবে খুবই মজা পাচ্ছি কাজ করতে। যেহেতু সবার আগ্রহ ব্যাপক, তাই কাজে আনন্দ আছে। অনেক কমিউনিকেটিভ।"
থিয়েটারের ইতিহাস, সমসাময়িক থিয়েটার, কম্পোজিশন, পারসপেক্টিভ, লাইট, সেট, মেক আপ, মিউজিক, ইম্প্রোভাইজেশন এগুলো নিয়েই কাজ করছেন বলে জানিয়েছের সাজু খাদেম।
জন্মদিন মঞ্চনাটকের কাজের মধ্যেই কেটে যাচ্ছে বলে জানান এই অভিনেতা।
- ট্যাগ:
- বিনোদন
- কর্মশালা
- জন্মদিন
- মঞ্চ নাটক
- সাজু খাদেম