অনেক নাটকীয়তার পর মায়ামিতে বার্সেলোনার ম্যাচ বাতিল

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৩:০৫

সাধারণত স্পেনের মাটিতেই তাদের সর্বোচ্চ ঘরোয়া প্রতিযোগিতা লা লিগার ম্যাচ আয়োজন করা হয়। তবে অংশীদার প্রতিষ্ঠানের চাওয়া এবং বিদেশের মাটিতে সমর্থকদের চাহিদার পূরণে চলতি মৌসুমে বার্সেলোনার একটি ম্যাচ যুক্তরাষ্ট্রে হওয়ার কথা ছিল। স্পেনের বাইরে সেই ম্যাচ আয়োজন নিয়ে শুরু থেকেই বিরোধীতা করে আসছিল রিয়াল মাদ্রিদ। উয়েফার অনুমোদন পাওয়ার স্বয়ং বার্সা ফুটবলারও সমালোচনায় মাতে। একের পর এক নাটকীয়তার পর সেই ম্যাচ বাতিল করা হয়েছে।


আগামী ২০ ডিসেম্বর লা লিগার সপ্তদশ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা-ভিয়ারিয়াল। যা মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করছিল লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। যা নিয়ে সংস্থা দুটি দীর্ঘদিন ধরেই উয়েফার অনুমোদনের অপেক্ষা ছিল। পরবর্তীতে অক্টোবরের শুরুতে অনিচ্ছা সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে অনুমোদনের সিদ্ধান্ত জানায় উয়েফা। একইসঙ্গে বিবৃতিতে বলা হয়, এসব ক্ষেত্রে পর্যালোচনাধীন থাকা ফিফার কাঠামো পর্যাপ্ত স্পষ্ট নয় এবং সেখানে বিশদ বিবরণ নেই।


এ ছাড়া নীতিগতভাবে নিজ দেশের বাইরে ঘরোয়া লিগের ম্যাচ আয়োজনের পরিকল্পনার বিরোধিতা করে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। এদিকে, স্পেনজুড়ে বিভিন্ন ক্লাব ও সমর্থকদের একটি অংশ দেশের বাইরে লা লিগার ম্যাচ আয়োজন নিয়ে সমালোচনা করে আসছিল। এমন পরিস্থিতির পরই গতকাল লা লিগা বিবৃতিতে জানায়, বাইরে ম্যাচ আয়োজন নিয়ে স্পেনে তৈরি হওয়া প্রতিক্রিয়ার কারণে আগের সিদ্ধান্ত বাতিল করেছে উত্তর আমেরিকার বাজারে লা লিগার সহযোগী প্রতিষ্ঠান ‘রেলেভেন্ট’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও