
ছয় বছরে নেদারল্যান্ডসে রপ্তানি বেড়েছে দ্বিগুণের বেশি
গত ছয় অর্থবছরে ইউরোপের দেশে নেদারল্যান্ডসে বাংলাদেশের রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি। ২০১৯-২০ অর্থবছরে যেখানে রপ্তানির পরিমাণ ছিল ১ দশমিক ০৯ বিলিয়ন ডলার, সেখানে ২০২৪-২৫ অর্থবছরে তা দাঁড়িয়েছে ২ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে। এই আয়ের সিংহভাগই এসেছে তৈরি পোশাক খাত থেকে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে নেদারল্যান্ডসে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ১ দশমিক ০৯ বিলিয়ন ডলার। ছয় বছরে তা ১১৫ শতাংশেরও বেশি বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে দাঁড়িয়েছে ২ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে।
এই প্রবৃদ্ধি নেদারল্যান্ডসের বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের গভীরতার বৃদ্ধি নির্দেশ করে। অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি ১ দশমিক ৯৩ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে ২০২৪-২৫ অর্থবছরে, যা ২১ দশমিক ৮ শতাংশ বেশি।