You have reached your daily news limit

Please log in to continue


৪ কোটি বাজেটে ১০৮ কোটি আয়, রাজ–সিমরানের জাদু চলছেই

হিন্দি রোমান্টিক সিনেমা কম হয়নি। তবে সব সিনেমার মধ্যে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র (‘ডিডিএলজে’) জায়গা যে আলাদা, সেটা হিন্দি সিনেমার দর্শক হিসেবে আপনার জেনে যাওয়ার কথা। মুক্তির পর কয়েক দশক পেরিয়ে গেছে, তবু রাজ–সিমরানের রসায়নে বুঁদ অনেক দর্শক। আজ সিনেমাটির মুক্তির ৩০ বছর পূর্ণ হচ্ছে; ১৯৯৫ সালের আজকের দিনেই মুক্তি পেয়েছিল আদিত্য চোপড়ার সিনেমাটি।

গল্প কী নিয়ে

সিমরান (কাজল) তার ঐতিহ্যবাহী পরিবার নিয়ে লন্ডনের উপকণ্ঠে নিরুত্তাপ জীবন কাটাচ্ছে। তার স্বপ্ন নিজের মতো করে জীবন কাটানো। সিমরানের বাবা বলদেব (অমরেশ পুরী) কঠোর স্বভাবের মানুষ; পারিবারিক ঐতিহ্যের বাইরে যেতে চান না। ছোটবেলা থেকেই সিমরানকে বলা হয়েছে বাবার বন্ধু অজিতের ছেলে কুলজিতের (পারমিত শেঠি) সঙ্গে তার বিয়ে হবে। সিমরান বন্ধুদের সঙ্গে ইউরোপ সফরে যেতে চায়, তাকে অবাক করে বাবা অনুমতিও দেন। লন্ডন থেকে ছেড়ে যাওয়া ট্রেনে সিমরানের সঙ্গে দেখা হয় রাজের (শাহরুখ খান)। শুরুতে ঝামেলা, পরে বন্ধুত্ব থেকে প্রেমে গড়ায় সম্পর্ক। এরপরেই শুরু হয় ঝামেলা। শেষ পর্যন্ত রাজ–সিমরানের কী হয়, সেটা জানতে দেখতে হবে সিনেমাটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন