
লা লিগার শীর্ষে বার্সেলোনা, প্রিমিয়ার লিগে আর্সেনাল
ম্যাচের ২০ মিনিটেই ১-১ গোলে সমতা টানে বার্সেলোনা ও জিরোনা। সেই স্কোরলাইন নিয়েই নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়। আরেকটি ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল হ্যান্সি ফ্লিকের কাতালান শিবির। যোগ করা সময়ে তাদের হয়ে রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন রোনাল্দ আরাউহো। অন্যদিকে, লিয়েন্দ্রো ট্রোসার্ডের একমাত্র গোলে ফুলহ্যামকে হারিয়েছে আর্সেনাল। একই রাতে আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগ ও বার্সা লা লিগার টেবিল টপারে পরিণত হলো।
বার্সেলোনা ২ : ১ জিরোনা
গতকাল (শনিবার) ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে জিরোনাকে আতিথ্য দিতে নেমে মাত্র ১৩ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। লামিনে ইয়ামাল ডান দিক বক্সে পাস বাড়ানোর পর পেদ্রি প্রতিপক্ষ ফুটবলারের বাধা পেরিয়ে জায়গা বানিয়ে নেন। এরপর কয়েকজনের মাঝ দিয়ে নিচু শটে স্বাগতিকদের লিড এনে এই স্প্যানিশ মিডফিল্ডার। তাদের উৎসব স্থায়ী হয়েছে মোটে ৬ মিনিট। বেলজিয়ান মিডফিল্ডার এক্সেল উইটসেল ২০ মিনিটে জিরোনাকে সমতায় ফেরান।
আর্সেনাল ১ : ০ ফুলহ্যাম
মিকেল আর্তেতার আর্সেনাল ফুলহ্যামের মাঠে খেলতে নেমেও আধিপত্য বিস্তার করেছে। যদিও ফিনিশিংয়ের ব্যর্থতা ভুগিয়েছে গানারদের। প্রথমার্ধে ম্যাচ ছিল গোলশূন্য সমতায়। এমনকি ওই সময়ে আর্সেনালের হয়ে একটি মাত্র শট লক্ষ্যে রাখতে পারেন ভিক্টর গিওকেরেস। ফলে বহুল কাঙ্ক্ষিত গোল পেতে গানারদের অপেক্ষা করতে হয়েছে ৫৮ মিনিট পর্যন্ত। বুকায়ো সাকার কর্নারে গাব্রিয়েল মাঘালায়েস হেড পাস দেন দূরের পোস্টে। সেখানে থাকা লিয়েন্দ্রো ট্রোসার্ড ভলিতে বল জালে পাঠান।