
তিন বিয়ে, বিতর্ক, সালমার কথা মনে আছে?
১৯৭০–৮০ দশকে বলিউডে এমন অনেক অভিনেত্রী ছিলেন, যাঁরা মাত্র একনজরেই দর্শকের মন কাড়তে পারতেন। তাঁদের মধ্যে ছিলেন সালমা আগা। তিনি ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের ভাগনি, যিনি ক্যারিয়ার শুরুর পরই ব্যাপক জনপ্রিয়তা পান। বি আর চোপড়া পরিচালিত ‘নিকাহ’ চলচ্চিত্র দিয়ে তিনি তুমুল সাড়া ফেলেন, যা শুধু গল্পের কারণে নয়, বিতর্কের কারণে একই সঙ্গে আলোচনায় আসে।
‘নিকাহ’: ইতিহাস গড়া সিনেমা
সালমা আগার পরিচিতি আসে ‘নিকাহ’ দিয়ে, যা তিন তালাকের সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে নির্মিত। সিনেমাটির বিরুদ্ধে ৩৪টি মামলা হয়, যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছিল। তবু এটি ব্যবসায়িক দিক থেকে বিপুল সাফল্য অর্জন করে, ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রযোজনার খরচের ১২৫ গুণ আয় করে। রাজ বাব্বর ও দীপক পরাশরের সঙ্গে সালমার অভিনয় তাঁকে রাতারাতি তারকা বানায়।