বাংলা ব্যান্ড সংগীতের জাদুকর আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (১৮ অক্টোবর)। দেখতে দেখতে দীর্ঘ সাত বছর আইয়ুব বাচ্চুবিহীন কাটালো বাংলাদেশের সংগীতাঙ্গন। ২০১৮ সালের আজকের এই দিনে ঢাকার স্কয়ার হাসপাতালে সকাল ৯টা ৫৫ মিনিটে ‘কষ্ট পেতে ভালোবাসা’ আইয়ুব বাচ্চু সত্যি-সত্যিই তাঁর ‘রুপালি গিটার’ ফেলে ‘জীবনের গল্পের’ ইতি টানেছিলেন।
মাত্র ৬০০ টাকা নিয়ে ১৯৮৩ সালে ঢাকায় এসেছিলেন আইয়ুব বাচ্চু। আর যেদিন ঢাকা থেকে শেষবার চট্টগ্রামের গাড়ি ধরেছিলেন, সেদিন নিয়ে গেছেন ১৬ কোটি মানুষের ‘রক্তগোলাপ’ ভালোবাসা।
মাত্র ১৬ বছর বয়সেই ১৯৭৮ সালে যোগ দেন ব্যান্ড ফিলিংসে। শহীদ মাহমুদ জঙ্গির ‘হারানো বিকেলের গল্প’ গানে প্রথম কণ্ঠ দেন আইয়ুব বাচ্চু। এরপর ১৯৮০ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত জনপ্রিয় ব্যান্ড সোলসে গান গেয়েছেন তিনি।