
পিএসএল বয়কটের হুমকি দিলেন রশিদ খান
তিন ক্রিকেটার নিহত হওয়াকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন রশিদ খান। এই হামলাকে অনৈতিক ও বর্বরোচিত বলে উল্লেখ করেছেন তারকা লেগস্পিনার। এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বয়কটের হুমকি দিয়ে রাখলেন রশিদ।
নিজের এক্স হ্যান্ডলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ছাড়াও একাধিক ফ্র্যাঞ্চাইজির ট্যাগ রেখেছিলেন রশিদ। এর মধ্যে পিএসএলের দল লাহোর কালান্দার্সের ট্যাগও ছিল। কিন্তু তিন ক্রিকেটার নিহত হওয়ার পর এ ট্যাগটি মুছে ফেলেছেন রশিদ। বলার অপেক্ষা রাখে না, এটা পাকিস্তানের প্রতি তারকা ক্রিকেটারের আরও একটি প্রতিবাদ।
পিএসএলের ২০২০ সালের আসর থেকে লাহোরের হয়ে খেলে আসছিলেন রশিদ। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তিনবার শিরোপা জিতেছেন তিনি। কিন্তু প্রতিবেশী দেশটির সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ায় পিএসএল থেকে সরে যাওয়ার বার্তাই যেন দিলেন রশিদ।
এক বিবৃতিতে এসিবি দাবি করে, পাকিস্তানের বিমান হামলায় আরগুন জেলায় তিন ক্রিকেটার নিহত হয়েছেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেন রশিদ। তিনি লিখেছেন, ‘পাকিস্তানের বিমান হামলায় যেসব বেসামরিক মানুষ নিহত হয়েছে, তাদের জন্য আমি শোক জানাচ্ছি। এই মর্মান্তিক ঘটনায় উঠতি ক্রিকেটার, শিশু, নারীদের প্রাণ গেছে। এটা বর্বর ও অনৈতিক কাজ। যেসব ক্রিকেটার প্রাণ হারিয়েছে, তারা বিশ্বমঞ্চে আফগানিস্তানের প্রতিনিধত্ব করার স্বপ্ন দেখছিল।’
- ট্যাগ:
- খেলা
- হুমকি
- বয়কট
- ক্রিকেটারের মৃত্যু
- রশিদ খান