You have reached your daily news limit

Please log in to continue


যান্ত্রিক ত্রুটি: বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র থেকে মিলছে মাত্র ৫০ মেগাওয়াট

বড় ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র থেকে মাত্র ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বৃস্পতিবার সকাল ৮টার দিকে তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়, যা চালু করতে এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।

প্রধান প্রকৌশলী বলেন, “তৃতীয় ইউনিটের গভর্নর ভাল্ব এর স্টিম সেন্সরের চারটি টার্বাইন কাজ করছে না। এটি পুনরায় চালু করতে আমরা কাজ করছি। উৎপাদনে ফিরতে এক সপ্তাহ সময় লাগবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সেটাই জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে।”

দিনাজপুরের পার্বতীপুরে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট। যার মধ্যে দুটি ইউনিট ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন, অপরটি ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন।

তবে কয়লা স্বল্পতাসহ নানা কারণে গত ১৫ বছরে কখনোই একসঙ্গে তিনটি ইউনিট উৎপাদনে যেতে পারেনি। ২০২০ সালের শেষভাগ থেকেই ১২৫ মেগাওয়াটের দুই নম্বর ইউনিটটি বন্ধ আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন