
সীমান্ত সংঘাতে তিন ক্রিকেটারের মৃত্যু: পাকিস্তানে খেলবে না আফগানিস্তান
ভারতের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব ক্রিকেট মাঠে পড়ছে বছরের পর বছর ধরেই। সম্প্রতি এশিয়া কাপে কী তোলপাড়ই না হলো এসব নিয়ে! এবার পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের রাজনৈতিক বৈরিতার আঁচ লাগল ক্রিকেটে। উর্গুন জেলায় সীমান্ত সংঘাতে তিন ক্রিকেটারের মৃত্যুর জের ধরে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিল আফগানিস্তান।
পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে শ্রীলঙ্কাকে নিয়ে এই ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা গত মাসে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর ম্যাচগুলি হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডি ও লাহোরে। টুর্নামেন্টটি আয়োজনের পেছনে মূল ভাবনা ছিল আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।
কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড শুক্রবার সামাজিক মাধ্যমে জানায়, উর্গুনে সম্প্রতি পাকিস্তানের হামলায় বেশ কজন বেসামরিক ব্যক্তি প্রাণ হারায়, তাদের মধ্যে ছিলেন তিনজন স্থানীয় ক্রিকেটার, যারা পাক্তিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন।
আফগানিস্তানের ক্রিকেট পরিবার, সব ক্রীড়াবিদ তথা দেশের সমগ্র ক্রীড়া সমাজের জন্য এটিকে বড় আঘাত ও বিশাল ক্ষতি হিসেবে অবিহিত করছে আফগান ক্রিকেট বোর্ড। প্রাণ হারানো তিন ক্রিকেটারের ছবি পোস্ট করে জানানো হয়, পাক্তিতায় 'শহীদ হওয়া ক্রিকেটারদের সঙ্গে একাত্মতা পোষণ করছে' আফগান ক্রিকেট বোর্ড।