স্বাস্থ্য কমপ্লেক্সের নালায় নবজাতকের অর্ধগলিত মরদেহ

প্রথম আলো প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ২১:৫৫

কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণের ভেতরে নালা থেকে এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পশ্চিম পাশের জানালা-সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


ফয়েজ আহমেদ নামের এক রোগীর স্বজন প্রথম আলোকে বলেন, তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে একজন অসুস্থ রোগী নিয়ে এলে পচা দুর্গন্ধ পান। তীব্র দুর্গন্ধের কারণে মানুষ নাক চেপে ধরে চলাচল করছিল। পরে তিনিসহ কয়েকজন দুর্গন্ধের উৎস খুঁজতে বের হয়ে জরুরি বিভাগের জানালার পাশে গিয়ে দেখেন, নালার মধ্যে উপুড় হয়ে পড়ে আছে একটি নবজাতকের অর্ধগলিত লাশ। খবর পেয়ে দেবীদ্বার থানা-পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও