রাস্তা অবরোধ করা ‘বন্ধ করতে’ চায় পুলিশ

প্রথম আলো প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১২:৪৬

জনদুর্ভোগ ঠেকাতে রাস্তা অবরোধ করা বন্ধ করতে চায় পুলিশ। পুলিশ মনে করছে, তারা রাস্তা অবরোধ এবং বিভিন্ন দাবিদাওয়ার আন্দোলন নিয়ে ব্যস্ত থাকলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া ব্যাহত হবে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গত রোববার আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় দাবিদাওয়া আদায়ে রাস্তা বন্ধ করা প্রতিরোধের বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে পরামর্শ আসে, দাবিদাওয়া যাতে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে উপস্থাপন করা হয়, সেই আহ্বান জানানো দরকার। বিষয়টি গত সোম ও মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।


সচিবালয়ে গত রোববার যখন কোর কমিটির বৈঠক চলছিল, তখন কাছের জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা। তাতে এই সড়কে গাড়ি চলাচল তো ব্যাহত হয়ই, আশপাশের সড়কগুলোতেও সৃষ্টি হয় যানজট। দুপুরে সড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটকও করা হয় কয়েকজনকে।


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে রোববার কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা হয়, কারও যৌক্তিক দাবি থাকলে সেটা পরবর্তী নির্বাচিত সরকারের কাছে উপস্থাপনের আহ্বান জানাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করা হবে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দেওয়া হতে পারে। অথবা স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকেও বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হতে পারে।


জুলাই গণ-অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই নানা দাবিদাওয়া নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে বিক্ষোভ ও অবস্থানের একের পর এক ঘটনা ঘটছিল। একপর্যায়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও