
৩৪ বলের ফিফটিতে স্বর্ণার রেকর্ড, বাংলাদেশ ২৩২
প্রথম আলো
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৯:৫০
সামর্থ্য নিয়ে সংশয় ছিল না তেমন। স্বর্ণা আক্তারের প্রতি দলও আস্থা রেখে যাচ্ছিল অনেক দিন ধরেই। ২১ ওয়ানডে আর ৩৫ টি-টোয়েন্টি খেলার পর অবশেষে তিনি পেয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম ফিফটি। সেটিও রেকর্ড গড়ে। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম ফিফটি এখন স্বর্ণারই। ৩৪ বলে ৫০ ছুঁয়ে ব্যাটটা উঁচিয়ে ধরে উইকেটেই সেজদা দিয়ে শুকরিয়া আদায় করেছেন স্বর্ণা।
টপ অর্ডারদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে শেষদিকে তাঁর মারমুখী ব্যাটিংয়ে নারী বিশ্বকাপে বিশাখাপট্টনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করেছে বাংলাদেশ।
এই রানের ভিতটা গড়ে দিয়েছিলেন দুই ওপেনারই। শুরুর ১০ ওভার দেখেশুনে পার করে দিয়ে তারা তোলেন ২৮ রান। বাংলাদেশ তাঁদের প্রথম উইকেট হারায় ৫৩ রানে। ৭৬ বলে ৩০ রান করে আউট হয়েছেন ফারজানা হক।