
টাইফয়েডের টিকা দেওয়া শুরু
দেশ রূপান্তর
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১১:১৭
দেশে প্রথমবারের মতো সরকারিভাবে শিশুদের বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া কর্মসূচি শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
জাতীয়ভাবে টাইফয়েড কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। ১৮ কর্মদিবস টিকাদান কর্মসূচি চলবে। প্রথম ১০ কর্মদিবস বিভিন্ন বিদ্যালয়ে, পরের আট কর্মদিবস টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে।