বলিউড তারকা অমিতাভ বচ্চনের জন্মদিন আজ। পাঁচ দশক ধরে অনেক হিট ছবিতে অভিনয় করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। সম্প্রতি হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ প্রকাশিত হলে অমিতাভ বচ্চনের নাম ছিল পঞ্চম স্থানে, যেখানে তাঁর সম্পদ ধরা হয়েছে ১ হাজার ৬৩০ কোটি রুপি। কিন্তু আপনি কি জানেন, একসময় একজন মানুষ শুধু অমিতাভ বচ্চনকে একঝলক দেখার জন্য মুম্বাই এসেছিলেন, আজ সেই মানুষ তাঁর চেয়ে ধনী?
এই ব্যক্তি আর কেউ নন, বলিউডের প্রযোজক আনন্দ কামলনায়ন পণ্ডিত। ‘পেয়ার কা পঞ্চনামা ২’, ‘টোটাল ধামাল’, ‘মিসিং’, ‘সরকার ৩’, ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’ ইত্যাদি সিনেমার প্রযোজক ও পরিবেশক তিনি। আজ তিনি বলিউডের বড় নাম হলেও, আগে তিনি কল্পনাও করতে পারেননি যে একদিন তিনি অমিতাভ বচ্চনের চেয়ে ধনী হবেন। এখন এই প্রযোজক ৮ হাজার ৬০০ কোটি রুপির মালিক।