সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

এনটিভি প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ০৯:১৬

টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজেও জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে শুরুটা হয়েছে হতাশার। সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে পিছিয়ে পড়েছে মিরাজরা। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই আজ শনিবার (১১ অক্টোবর) মাঠে নামছে মিরাজ-তাসকিনরা।


আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।


হার দিয়ে সিরিজ শুরু হলেও চিন্তার কোনো কারণ দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, এখনও সুযোগ আছে উন্নতি করার।


মিরাজ বলেন, ‘আমাদের উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি এই ম্যাচে আমাদের কিছু ভুল হয়েছে এবং যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও