ঢাকা ও আশপাশ এলাকায় আজ বৃষ্টি হলেও বাড়তে পারে গরম

www.ajkerpatrika.com প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ০৯:৪৬

আজ শুক্রবার ভোরে রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেটি কেটে যায়। এরপর সকালে দেখা দেয় ঝলমলে রোদ। তবে এই আবহাওয়া হয়তো না-ও থাকতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টায় ঢাকা ও এর আশপাশ এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এই অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।


এদিকে গতকাল বৃহস্পতিবারও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৫০ মিলিমিটার। আজ বৃষ্টি হলেও কিছুটা ভ্যাপসা ভাব থাকবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে তাপমাত্রা কমে হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও