টাইফয়েডের টিকা নিয়ে ভয়ের কিছু নেই: সায়েদুর রহমান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫, ১৪:০২

সারাদেশে ১৫ বছরের কম বয়সী ৫ কোটি শিশুকে টাইফয়েডের যে টিকা দেওয়া হবে, তাতে ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।


এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত জানিয়ে সবাইকে ‘বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান জানিয়েছেন তিনি।


১২ অক্টোবর থেকে সারাদেশে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচি সামনে রেখে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন ডা. সায়েদুর।


তিনি বলেন, “এই টিকায় একই সাথে প্রোটিন ও শর্করা থাকায় দুটি উপাদানই শরীরে টাইফয়েড রোগ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করে। তাই অন্যান্য টাইফয়েড টিকার তুলনায় এটি উন্নত এবং বেশি কার্যকর। বাংলাদেশে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগও হচ্ছে না।


“বাংলাদেশ সরকার দেশের শিশুদের নিরাপদ ও কার্যকর টিকাদানে অঙ্গীকারাবদ্ধ। সামান্যতম সন্দেহ বা ঝুঁকি থাকলে সেই টিকা প্রয়োগের সিদ্ধান্ত সরকার কখনোই নেয় না। টাইফয়েড টিকা এবং ইপিআইয়ের সকল টিকা সঠিক তাপমাত্রায় পরিবহন এবং সংরক্ষণ করা হয়। তাই এইটিকা নিয়ে কোনো সংশয় বা বিভ্রান্ত হবার অবকাশ নেই।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও